ঢাকার পাশাপাশি বিভাগীয় শহরগুলোতেও ফ্রিল্যান্সিং জনপ্রিয়তা পাচ্ছে। অনলাইন মার্কেটপ্লেসগুলোতে ঢাকার পাশাপাশি বিভাগীয় শহর সিলেটের ফ্রিল্যান্সারাও কাজে উত্সাহী হচ্ছেন। অনলাইন মার্কেটপ্লেস ইল্যান্সের কান্ট্রি ম্যানেজার সাইদুর মামুন খান দাবি করেছেন, এ বছর শুধু সিলেটের ফ্রিল্যান্সাররা সম্মিলিতভাবে এক লাখ ডলারের বেশি আয় করেছেন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮০ লাখ টাকার কাছাকাছি। ২০১০ সাল থেকে ওয়েব ডেভেলপমেন্ট এবং হোস্টিং সার্ভার ম্যানেজমেন্ট নিয়ে ফ্রিল্যান্সার হিসেবে অনলাইন মার্কেটপ্লেসে কাজ করছেন সিলেটের নাজমুল হক। তাঁর ভাষ্য, বর্তমানে তিনি নতুন ওয়েবসাইট তৈরি, পুরোনো ওয়েবসাইট কাস্টমাইজেশন এবং সার্ভার ব্যবস্থাপনা নিয়ে কাজ করছেন। ইউরোপের বিভিন্ন দেশ, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার কাজদাতাদেরও বিভিন্ন কাজ করছেন তিনি। নাজমুল হক বলেন, ‘ঘরে বসে আয় করতে পারছি। তাই নিজ শহর ছেড়ে কাজের সন্ধানে অন্য কোথাও যেতে হয়নি। প্রযুক্তিতে দক্ষতা, ধৈর্য আর ভালো ইংরেজি জানার ফলে এ সাফল্য এসেছে।’ তিনি আরও বলেন, বিভাগীয় শহর হিসেবে কাজ করার প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় ইন্টারনেটের গতি। দ্রুতগতির ও সাশ্রয়ী খরচে ইন্টারনেট পেলে অনলাইন মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সারদের জন্য ভালো সম্ভাবনা তৈরি করতে পারে। সারা দেশে দক্ষ ফ্রিল্যান্সার তৈরিতে কাজ করছে অনলাইন মার্কেটপ্লেস ইল্যান্স। সিলেটের ফ্রিল্যান্সারদের বর্তমান অবস্থা সম্পর্কে সাইদুর মামুন খান দাবি করেন, অনলাইনে গড় আয়ের দিক থেকে সিলেটের ফ্রিল্যান্সাররা তৃতীয়। এ বছর সম্মিলিতভাবে প্রায় এক লাখ ডলার আয় করেছেন সিলেটের ফ্রিল্যান্সাররা। এখানে দক্ষ অনেক ফ্রিল্যান্সার রয়েছেন। একই সঙ্গে নতুন করে আরও অনেকেই এ পেশায় আগ্রহী হয়ে উঠছেন। ইল্যান্সের পক্ষ থেকে জানানো হয়, সিলেটের ফ্রিল্যান্সারদের জন্য ২ ও ৩ নভেম্বর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং হোটেল সুপ্রিমে সেমিনার ও কর্মশালার আয়োজন করা হয়েছে। এ কর্মশালায় বিনা মূল্যে ফ্রিল্যান্সিং-সংক্রান্ত দিকনির্দেশনা জানানো হবে। সবার জন্য উন্মুক্ত এ কর্মশালা।
This is a site for help people who are try to work as a freelancer in outsourcing marketplace.
My AD
Friday, December 27, 2013
সিলেটের ফ্রিল্যান্সাররা ঘরে বসেই আয় করছেন প্রচুর টাকা
পূর্বের ওডেস্ক এখন আপওয়ার্ক ও ইল্যান্স একজোট

ইল্যান্স পরিচিতি
ইল্যান্স হচ্ছে জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস যেখানে মানুষ বিভিন্নভাবে কাজ করতে পারে। ইল্যান্স ফ্রিল্যান্স কাজের জনপ্রিয় মার্কেটপ্লেস। ইল্যান্স বর্তমানে ১৭০টি দেশের ৮ লাখ বায়ার এবং ৩০ লাখ ফ্রিল্যান্সারদের ব্যবহার করে থাকেন। প্রতি বছর ১৩ লাখেরও বেশী কাজ ইল্যান্সে পোস্ট হয়।
ওডেস্ক এখন আপওয়ার্ক পরিচিতি
অনলাইন কাজের ওডেস্ক জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম। ওডেস্কে প্রায় ১০ লাখ ব্যবসায় প্রতিষ্ঠান ও প্রায় ৫০ লাখ ফ্রিল্যান্সার রয়েছে। ২০১৩ সালে তথ্য অনুযায়ী, সবমিলিয়ে ১০০ কোটি ডলারের বেশি কাজ সম্পন্ন হয়েছে ওডেস্ক প্ল্যাটফর্ম থেকে।
বাংলাদেশ প্রেক্ষাপট
অনলাইনে কাজের ক্ষেত্রে ওডেস্ক ও ইল্যান্স বাংলাদেশে জনপ্রিয় দুটি মার্কেটপ্লেস। ইল্যান্সের কান্ট্রি ম্যানেজার জানিয়েছেন, এই দুটি প্ল্যাটফর্মে আড়াই লাখের বেশি দেশি ফ্রিল্যান্সার কাজ করেন। ইল্যান্স ও ওডেস্কের সংযুক্তির ফলে নতুন যে ফিচার আসবে তা দক্ষ ফ্রিল্যান্সারদের জন্য অপূর্ব সুযোগ তৈরি করতে পারে বলে মনে করেন তিনি।
Saturday, November 23, 2013
Subscribe to:
Posts (Atom)